প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: দেশে শূটিং করতে নিরাপদ বোধ করছেন না চিত্রনায়ক শাকিব। শূটিংয়ে থাইল্যান্ড যাওয়ার আগে তিনি বলেন, দেশে শূটিং করার সময় নানা কারণে শূটিং বন্ধ রাখতে হয়। তাই দেশে নয়, দেশের বাইরেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সিনেমার প্রযোজক ও পরিচালক। তিনি বলেন, বাংলাদেশে শূটিং করতে সবাই অনিরাপদ বোধ করছে। এখানে শূটিং শুরু করলে শেষ করতে পারব কি না, তা নিয়ে সবাই শঙ্কিত থাকে। এমন অবস্থায় কেউ শূটিং করতে চায় না বাংলাদেশে। গল্পের প্রয়োজনে সারা পৃথিবী আমাদের কাছে উন্মুক্ত। আমরা প্রয়োজন হলে হলিউড-বলিউড যেখানে প্রয়োজন, শূটিং করতে পারি। কিন্তু এখানে আমি নিরাপদে কাজটি করতে পারি না। এ জন্য আমাকে যেতে হয় দেশের বাইরে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য লজ্জাজনক ব্যাপার। গত এপ্রিলে শাকিব অভিনীত রংবাজ সিনেমার শূটিং বন্ধ করা হয় চলচ্চিত্রের দুই অংশের বিবাদের কারণে। শাকিব বলেন, যখন ভালো সিনেমা হিট হচ্ছে। দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। তখনই বিভিন্ন বাধা আসে। এখান থেকে বাধা আসবে, ওখান থেকে বাধা আসবে। বিভিন্ন জায়গা থেকে ভয় দেখানো হয়। এত ভয় নিয়ে কে সিনেমা করবে? আমি একটা সেটে শূটিং করছি, তখন যদি আমার কানের কাছে বারবার বলা হয়, ডায়ালগ একটু তাড়াতাড়ি দেন, কারণ যেকোনো সময় কাজ বন্ধ করে দেওয়া হবে, তখন কাজ করবেন কীভাবে? এমন হলে কি আমি অভিনয়টা করতে পারব? শাকিব মনে করেন, দেশের চলচ্চিত্রকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সরকারকে কঠোর হতে হবে। কথায় কথায় চলচ্চিত্রে অবাঞ্ছিত ঘোষণা করারও সমালোচনা করেন তিনি। বলেন, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারব না, সত্য বলতে পারব না। কথা বললেই ব্যান্ড, হামলা-মামলার শিকার হতে হবে। এমন হলে সিনেমা করতে কে সাহস পাবে, সবাই তো ভীত হয়ে যাচ্ছে। যারা কাজের পরিকল্পনা করছিল, তারা পিছিয়ে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।