Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ু দূষণে হাজার হাজার স্কুল বন্ধ

কমছেই না দূষণ, দিল্লির রাস্তায় ফের চালু হচ্ছে জোড়-বিজোড়

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের উত্তরাঞ্চলের একটি বড় অঞ্চল জুড়ে তৃতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার মারাত্মক বিষাক্ত ধোঁয়াশা অব্যাহত রয়েছে। এর ফলে কর্তৃপক্ষ স্কুলসমূহ বন্ধ করে দিয়েছে। চিকিৎসকরা এই ঘটনাকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে ঘোষণা করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতিও আহŸান জানানো হয়েছে। পাঞ্জাব সরকার জানিয়েছে, তারা রাজ্যের ২৫ হাজার স্কুলের সবগুলো বন্ধ করে দিয়েছে। দূষিত বাতাস উত্তর ভারত ও পাকিস্তানের কিছু অংশ ঢেকে রেখেছে। দিল্লী কর্তৃপক্ষ রোববার পর্যন্ত ছয় হাজার স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে। এর একদিন পর পাঞ্জাব সরকারের ঘোষণাটি এলো। অপর এক খবরে বলা হয়, ভারতের রাজধানী দিল্লিতে ফের জোড় ও বিজোড় নম্বরের প্রাইভেট গাড়ি পৃথক দিনে চলার নিয়ম করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, শহরে সৃষ্ট দূষণ মোকাবেলায় পুনরায় এই পদ্ধতিতে ফিরে যেতে হচ্ছে। যা কাল, পরশু (শুক্র বা শনিবার) থেকেই চালু হবে। তৃতীয়বারের মতো জোড়-বিজোড় নীতির ট্রাফিক ব্যবস্থা চালু হচ্ছে রাজধানীতে। নম্বর প্লেটের শেষ নম্বর জোড় ও বিজোড়ের ভিত্তিতে নির্দিষ্ট দিনে গাড়ি চলাচল করবে। সংবাদ সম্মেলনে পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ধোঁয়াশার কারণে নাগরিকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার যাবতীয় পদক্ষেপ নিয়েছে। তবে সবাইকে বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আহŸান জানিয়েছেন, শিশুদের বিশেষ যতœ নিতে। ঘন ধোঁয়াশায় এখনও ঢেকে রয়েছে দিল্লির রাস্তাঘাট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ুু দূষণের যে মাত্রাকে গ্রহণযোগ্য নিরাপদ সীমা বলে মনে করে, দিল্লির অনেক এলাকায় বায়ু দূষণ এখন তার ৩০ গুণ বেশি! শহরে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এক টুইট বার্তায় বলেন, দিল্লিতে বাতাসের অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এএফপি,এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ