পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কামরাঙ্গীরচরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর নাম লিপি আক্তার (২৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
দগ্ধ লিপির দুলাভাই মহিউদ্দিন জানান, লিপি কামরাঙ্গীরচরের আলীনগরের একটি বাড়িতে শ্বশুর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে স্বামী জাহাঙ্গীর হোসেন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে লিপি তার কাছে জানায়। পরে তাকে দগ্ধ অবস্থায় রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
মহিউদ্দিন আরও বলেন, লিপির বাবা-মা কেউ বেঁচে নেই। সে আমার বাসায় থেকেই বড় হয়েছে। প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবেই জাহাঙ্গীরের সঙ্গে লিপির বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের কারণে বিভিন্ন সময়ে লিপিতে মারধর করত। লিপির শাশুড়ি সালমা বেগম ও তার ননদের ইন্ধনেই তার শরীরে আগুন দেয়া হয়েছে বলে মহিউদ্দিন অভিযোগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লিপিকে বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।