Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানবাহী ৩ মার্কিন রণতরীর মহড়া

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সফরের সময় কোরীয় উপদ্বীপ ঘেঁষে প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে যুদ্ধবিমানবাহী তিনটি রণতরী ও একটি সাবমেরিন নিয়ে মহড়া চালাবে মার্কিন সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়ার উত্তেজনার মধ্যে ট্রাম্প সিউল সফরে এসেছেন। পাশাপাশি সামরিক মহড়ার প্রস্তুতির কথা বলছে মার্কিন নৌবাহিনী। খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন ট্রাম্প। তার আলোচনায় গুরুত্ব পাচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি মোকাবিলা ও দেশটির পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ। এ সময়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করলো, তাদের তিনটি রণতরী একত্রে মহড়া চালাবে। এই মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্রের ইউএসএস নিমিৎজ, ইউএসএস রোনাল্ড রিগ্যান ও ইউএসএস থিওডোর রুজভেল্ট নামের বিমানবাহী রণতরীগুলো। তাদের সঙ্গে যুক্ত হবে আরো কিছু রণতরী। গত এক দশকের মধ্যে এই প্রথম তিন রণতরী একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। জাপানের ইনাজুমা ডেস্ট্রয়ার যুদ্ধবিমানও যুক্তরাষ্ট্রের তিন রণতরীর সঙ্গে মহড়ায় অংশ নেবে। গত সোমবার শেষ হয়েছে জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ নৌমহড়া। জাপানের ইনাজুমা ও ভারতের দুটি যুদ্ধজাহাজ এবং যুক্তরাষ্ট্রের ইউএসএস রোনাল্ড রিগ্যান জাপান সাগরে ওই মহড়ায় অংশ নিয়েছিল। এর আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় যোগ দিয়েছিল ইউএসএস রোনাল্ড রিগ্যান। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছিলেন, মহড়ার বিষয়টি ভাবা হচ্ছে এবং এ নিয়ে পরিকল্পনা তৈরির কাজ চলছে। কিন্তু এত দ্রুত তারা যে মহড়ার সিদ্ধান্ত নিয়েছে, তা প্রকাশ করেনি তারা। নাম প্রকাশে অনিচ্ছুক চার মার্কিন ও দুই জাপানি কর্মকর্তা রয়টার্সকে মহড়ার
সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ