Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধভাবে পাথর উত্তোলনের সময় ৪ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৫

সিলেট অফিস | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১১:২৭ এএম | আপডেট : ১১:৫৪ এএম, ৭ নভেম্বর, ২০১৭

সিলেটের কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে নিহত হয়েছেন চার শ্রমিক। আহত হয়েছেন আরও একজন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫ শ্রমিক।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নয়াবাজার বাংলাটিলা এলাকায় লোভা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের পাথরের গর্তে চাপা পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫-৬ শ্রমিক বলে দাবি করেছেন স্থানীয়রা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ