Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৫১ টাকাও নির্ধারণ : অনেকের পুরনো কর বহাল থাকছে

চসিকের হোল্ডিং ট্যাক্স

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স নিয়ে বিতর্কের মধ্যেও কোন কোন করদাতা মাত্র ৫১ টাকায় ট্যাক্স প্রদানের সুযোগ পেলেন। তাছাড়া অনেকের পুরনো করই বহাল রয়েছে। গতকাল (সোমবার) পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নে নির্ধারিত প্রাথমিক ভ্যালুর ওপর আপিল শুনানির সপ্তম দিনে বছরে ৫১ টাকা গৃহকর দেয়ার সুযোগ পেয়েছেন একজন মুক্তিযোদ্ধাসহ ৬ জন হোল্ডিং মালিক। এছাড়া ১০ জনের গৃহকর পাঁচ বছর আগেরটাই বহাল রাখা হয়েছে। ১৫৩ জনের গড়ে কমানো হয়েছে ৭১ দশমিক ৮০ শতাংশ।
চসিক সূত্রে জানা যায়, গতকাল রাজস্ব সার্কেল-৩ এর আপিলকারীদের মধ্যে ১৬৮ জনকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেয়া হয়। এর মধ্যে ১৫৩টি আপত্তি নিষ্পত্তি করা হয়। আপিল রিভিউ বোর্ড ১৫৩ জন হোল্ডারের অ্যাসেসমেন্ট ভ্যালু ৩ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৭০০ টাকা থেকে কমিয়ে ৯৮ লাখ ৮৫ হাজার ১০০ টাকা ধার্য্য করেছে। ফলে ২ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৬০০ টাকা ভ্যালু কমল। আপিল রিভিউ বোর্ড দু’ভাগে শুনানিতে অংশ নেন। মেয়র দপ্তরে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে রিভিউ বোর্ডের শুনানিতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক। আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম আবদুর রশিদ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, ট্যাক্সেশন অফিসার জসিম উদ্দিন, উপ কর কর্মকর্তা নাছির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ