মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাতালোনিয়ার বরখাস্তকৃত ৮ মন্ত্রীকে জামিন না দিয়ে রিমান্ডে নেয়ার প্রতিবাদে বার্সেলোনায় হাজার হাজার স্বাধীনতাকামী বিক্ষোভ করেছেন। বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে সমন পেয়ে গত বৃহস্পতিবার স্পেনিশ হাইকোর্টে হাজির হয়েছিলেন তারা। মুক্ত থাকলে কাতালান মন্ত্রীরা স্পেন থেকে পালিয়ে যেতে কিংবা আলামত নষ্ট করতে পারেন, এই সন্দেহে বিচারক কারমেন লামেলা ৮ মন্ত্রীকে রিমান্ডে নেয়ার নির্দেশ দেন বলে বিবিসি জানিয়েছে। সমন পেয়ে হাজির হয়েও রিমান্ড থেকে বেঁচেছেন কেবল বরখাস্ত হওয়া বাণিজ্যমন্ত্রী সান্তি ভিয়া; কাতালান পার্লামেন্টে স্বাধীনতা বিষয়ক আনুষ্ঠানিক ভোটাভুটির সময় বাইরে ছিলেন তিনি। তদন্ত কর্মকর্তাদের অনুরোধে তাকে জামিন দেয়া হয়েছে। বেলজিয়ামের অজ্ঞাত স্থান থেকে কাতালান টিভিকে দেয়া বিবৃতিতে পুজদেমন বলেন, স্পেনিশ কোর্টের সিদ্ধান্ত ‘গণতন্ত্রের মূলনীতির ওপর আঘাত’। তিনি ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রীদের তাৎক্ষণিক মুক্তি দাবি করেন। খবরে বলা হয়, যে ৮ মন্ত্রীকে রিমান্ড দেয়া হয়েছে তার মধ্যে আছেন বরখাস্তকৃত ভাইস প্রেসিডেন্ট অরিয়ল জাঙ্কুয়েরেস ও স্বরাষ্ট্র মন্ত্রী জোয়াকিম ফর্ন। আরও আছেন পররাষ্ট্র মন্ত্রী রাউল রোমেভা, বিচার মন্ত্রী কার্লেস মুন্ডো, শ্রম মন্ত্রী ডোলোরস বাসা, প্রেসিডেন্সি কাউন্সিলর জর্দি তুরুল, টেকসই উন্নয়ন মন্ত্রী জোসেফ রুল এবং সংস্কৃতি মন্ত্রী মেরিটজেল বোরাস। একই অভিযোগে বেলজিয়ামে থাকা কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন এবং চার মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেছেন স্পেনের তদন্ত কর্মকর্তারা। আদালত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। মন্ত্রীদের রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বেলজিয়ামে অবস্থানরত পুজদেমন। গত বৃহস্পতিবার ব্রাসেলসের একটি ক্যাফেতে পুজদেমনকে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে তিনি বলেছিলেন, স্পেন ন্যায় বিচারের প্রতিশ্রæতি না দিলে তিনি আদালতের সমনে উপস্থিত হবেন না। বেলজিয়ামে পুজদেমনের আইনজীবী বলেছেন, পরিস্থিতি কাতালান প্রেসিডেন্টের আদালতে উপস্থিত হওয়ার জন্য সুবিধাজনক নয়। যদিও তার মক্কেল স্পেন এবং বেলজিয়ামের কর্তৃপক্ষকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। বেলজিয়ামের শীর্ষ এক আইন কর্মকর্তা বলেছেন, ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার পরই তারা পুজদেমনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করবেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।