বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় পোস্তগোলা বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণ-তরুণী লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে সেতুর পূর্বপাশ থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করে।
নিহত ইমন (২০) সায়দাবাদ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় তার বাবা সুলতানের জমিজমা থাকলেও সেখানে বাড়িঘর নেই। আর আনিকা (১৮) নামের তরুণী যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা মো. অহিদ মোল্লার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে হাসনাবাদ নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল হক বলেন, ইমন ও আনিকার পরিবার পুলিশকে তাদের ছেলে-মেয়ে বুধবার থেকে নিখোঁজ বলে জানিয়েছিল। সকালে লাশ উদ্ধারের পর তারা শনাক্ত করেছেন।
এটা আত্মহত্যা কিনা পুলিশ নিশ্চিত হতে পারেনি জানিয়ে তিনি আরও বলেন, উভয় পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে আবেদন করেছেন। তাই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এর আগে, বুধবার দুপুরে ওই তরুণ-তরুণী একসঙ্গে বুড়িগঙ্গা সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। পরে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।