Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ অভিযোগের প্রথম কিস্তি দায়ের

অভিযুক্তকে সোমবারের মধ্যে গ্রেফতার করা হতে পারে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুতি প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তে উঠে আসা অভিযোগের প্রথম কিস্তি দায়ের করা হয়েছে। কেন্দ্রীয় একজন গ্র্যান্ড জুরি (অপরাধের প্রাথমিক তদন্ত কর্মকর্তা) ইতিমধ্যে অভিযোগগুলো আমলে নিয়েছেন। গত শুক্রবার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ওই সূত্রটি জানায়, কেন্দ্রীয় একজন বিচারকের নির্দেশ অনুযায়ী, অভিযোগগুলো গোপনে নথিবদ্ধ করে রাখা হয়েছে। তাই অভিযোগে কী আছে বা কাদের বিরুদ্ধে বলা হয়েছে, তা জানা যায়নি। আগামী সোমবারের মধ্যে এগুলো জনসমক্ষে প্রকাশ করা হতে পারে। এর আগে শুক্রবার সিএনএনের এক খবরে বলা হয়, রাশিয়ার হস্তক্ষেপ তদন্তের ঘটনায় নিয়োগ পাওয়া বিশেষ পরামর্শক রবার্ট মুলারের দলের দেওয়া অভিযোগগুলো আমলে নিয়েছেন ওয়াশিংটনের একজন গ্র্যান্ড জুরি। ওই অভিযোগে নাম থাকা ব্যক্তিকে সোমবারের মধ্যে গ্রেপ্তার করা হতে পারে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানায়, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারাতে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করেছে রাশিয়া। এই তৎপরতার অংশ হিসেবে রাশিয়া হিলারির জন্য বিব্রতকর কিছু ই-মেইল ফাঁস করার পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর এই মতের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক পরিচালক রবার্ট মুলারকে বিশেষ পরামর্শক করে তদন্ত চালানো হচ্ছে। তাঁর নেতৃত্বে রাশিয়ার তৎপরতায় ট্রাম্পের প্রচার দলের যোগসাজশ খুঁজে দেখা হচ্ছে। উল্লেখ্য, ১৭ মে মুয়েলারকে নিয়োগ দিয়ে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টেইন বলেছিলেন, যদি বিশেষ পরামর্শক প্রয়োজন মনে করেন এবং যথার্থতা অনুভূব করেন, তাহলে তদন্ত থেকে উঠে আসা বিষয়ে বিচার এগিয়ে নিতে বিশেষ পরামর্শক মামলা চালাতে অনুমোদিত হবেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ