Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানি মেয়েদের চুল কালো করতে বাধ্য করায় অসন্তোষ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাপানি মেয়েদের মাথার চুল কালো করতে বাধ্য করা হচ্ছে! এ নিয়ে অসেন্তাষ দেখা দিয়েছে। স্কুল থেকে বারবার চাপ দেওয়ার ফলে মাথার বাদামি রঙের চুল কালো করতে বাধ্য হয়েছে এক ছাত্রী। এ কারণে ১৮ বছর বয়সী ওই ছাত্রী মামলা করেছে। জাপানের গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। ওই ছাত্রী জানান, ওসাকার পাশেই অবস্থিত তার হাইস্কুল থেকে তাকে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী সে যদি চুল কালো না করে, তবে তাকে স্কুল ছাড়তে বাধ্য করা হবে। সে আরো জানায়, কালো রং করায় তার চুল ও মাথার খুলিতে সমস্যা হয়েছে। তবে অভিযুক্ত কাইফুকান হাইস্কুল থেকে হয়েছে, শিক্ষার্থীদের চুলের রং কালো করার নিয়ম বাতিল করা হয়েছে। তবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের সেপ্টম্বর থেকে ওই শিক্ষার্থী আর স্কুলে যায়নি। অভিযোগকারী ওই শিক্ষার্থীর দাবি, চুলে রং করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার পরিমাণ ১৯ হাজার ৩০০ ডলার। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওসাকার স্থানীয় প্রশাসন আদালতকে বলেছে, তার ওই দাবি প্রত্যাখ্যান করতে। কাইফুকানের প্রধান শিক্ষক মাসাহিকো তাকাশি এ বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে জাপানের অনেক স্কুলে শিক্ষার্থীদের চেহারা, চুলের রং, মেক-আপ, স্কার্টের দৈর্ঘ্য নিয়ে কঠোর নিয়ম রয়েছে। বিবিসি অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ