Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাবরিনের নতুন গান

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ‘পাতার বাঁশি’খ্যাত এই প্রজন্মের কন্ঠশিল্পী সাবরিন নতুন আরো একটি গান নিয়ে শ্রোতা দর্শকের মাঝে হাজির হতে যাচ্ছেন। তারেক আনন্দ’র লেখা ‘বৃষ্টি আমার মধুর ছোঁয়া, বৃষ্টি দেয় দোলা, বৃষ্টি শীতল পরশে মন উতলা’ গানটি নিয়ে শিগগিরই আসছেন তিনি। গানটির সুর সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে সজীব দাসের নিজস্ব স্টুডিওতে। গানটি প্রসঙ্গে সাবরিন বলেন, ‘গানটির কথা এবং সুর দুটোই আমার কাছে ভালোলেগেছে। আমার অনেকদিনের ইচ্ছে ছিলো বৃষ্টি নিয়ে একটি গান করার। সেই ইচ্ছেটা পূরণ হলো অবশেষে। আমি চেষ্টা করেছি গানটি মনেরমতো করে গাইতে। তিনি বলেন, পাতার বাঁশি শ্রোতা দর্শকের কাছে জনপ্রিয়তা পাবার পর গানের ব্যাপারে আমি একটু চুজি হবার চেষ্টা করছি। গান কম করবো, কিন্তু ভালো গান করাটাই আমার লক্ষ্য।’ সাবরিন জানান শিগগিরই এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে তার আগে ইউটিউবে লিরিক্যিাল ভিডিও প্রকাশ হবে। উল্লেখ্য, পাঁচ বছর আগে সিডি চয়েজ থেকে সাবরিনের প্রথম একক গানের অ্যালবাম ‘সুখের নূপুর’ বাজারে আসে। এর সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন ফেরদৌস ওয়াহিদ ও বেলাল খান। তার দ্বিতীয় একক এ্যালবাম ‘সত্যি করে’ বাজারে আসে ২০১৫ সালে। এর সুর সঙ্গীতায়োজন করেছিলেন টফি রেনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ