Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

মিয়ানমারে বন্যায় ভেসে গেছে গ্রামের পর গ্রাম

প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৮:৪৬ পিএম, ২১ অক্টোবর, ২০১৭


ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের সেদাওগি বাঁধ ভেঙে ভেসে গেছে প্রায় ৫০টি গ্রাম। এতে গ্রামগুলোর ফসলের মাঠের বিপুল ক্ষতি হয়েছে। সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসের খবরে বলা হয়, গত ১৪ অক্টোবর মিয়ানমারের মান্দালয় অঞ্চলের মাদায়া শহরে ওই বাঁধ ভেঙে যায়। ২০১০ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে এক হাজার ৭০০ একরের ওপর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তীব্র সংকটে পড়েছে ওই এলাকার ৫৮০ জন কৃষক ও এক হাজার ৩০০ জন মানুষ। এ বিষয়ে বন্যা আক্রান্ত এলাকার বাসিন্দা উ থান হ্লাইং জানান, পানি ধীরে ধীরে বাড়ছে। বন্যায় আটকে পড়া গ্রামগুলোর বাসিন্দারা কোথাও যেতে পারছে না। এমনকি পানের বরজগুলোতেও কেউ যেতে পারছে না। এ ছাড়া পানিতে ডুবেছে কলা, শিম ও অন্যান্য ক্ষেত। কো জাউ জাউ নামের আরেক গ্রামবাসী বলেন, গ্রামবাসী পানসহ বিভিন্ন ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে। তৃতীয়বারের মতো বন্যায় ফসলি জমিগুলো ডুবে গেছে। পানের প্রায় অর্ধেক বরজ ডুবে গেছে। রাস্তাগুলোও নতুনভাবে তৈরি করতে হবে। গত কয়েক বছর ধরে মিয়ানমারের এই অঞ্চলে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। মিয়ানমার টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমারের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ