Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষস্থান হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ৫:১৪ পিএম

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। শীর্ষে উঠতে হাফিজ পিছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দারুণ করছেন মোহাম্মদ হাফিজ। বল ও ব্যাট হাতে সমানতালে পারফর্ম করছেন মিস্টার প্রফেসর। ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন হাফিজ। ২০১৩ সালের জানুয়ারিতে সর্বপ্রথম অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেন হাফিজ। এরপর সাকিবের কাছে সিংহাসন হারান। একাধিকবার ওই আসনে গেলেও বেশিদিন জায়গা ধরে রাখতে পারেননি হাফিজ। নবমবারের মতো অলরাউন্ডার ‌র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন।

দুইয়ে নামা সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৫। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও বোলিংয়ে একধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের ১৯তম স্থানে রয়েছেন বাঁহাতি এ স্পিনার।

প্রসঙ্গত, অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিনে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ