Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সপ্তাহের কবিতা

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

হাসান ইকবাল
চোরাবালি

আমার ভাবনার আকাশে নুড়ি পাথরের ধ্রæপদী ডাক
ক্রমাগত টুং টাং শব্দে আলোকিত করে দীপাধার,
দুঃখের দুয়ারে কে জ্বালে দীপন আলো প্রমোদ প্রবাহে?

রাতের ছাদে কারা যেন মেতেছে সময়ের গভীর আহবানে
রূপালী আলোর জোছনায় আজ বড় বেশি বিব্রত সময়,
প্রবোধ পথে এসো বিসর্গ বেদনার লোনাজলে ভাসি।

নাবিল তুরাব
কাশকন্যা

কাশফুলের মাঝে তুমি দাঁড়িয়ে আছো, অগণন সাদা কাশফুল
তুমুল আকাশে মুখ করা, কখনোবা ডানেবাঁয়ে ফেরা
শাড়ির কিনারে যখন ফুটে ওঠে ভাসমান জাহাজ, উৎসাহী মাছ
তখনও তুমি স্থির শান্ত অথচ আবেগে ফেটে পড়া
মাঠব্যাপী কাশফুল। বিকেলের আবছা আলো
সামান্য গোলাপি আভা ঘাসজুড়ে।
নতজানু সূর্য সালাম করে থেকে থেকে তোমার পদযুগল

খোদেজা মাহবুব আরা
রাত্রি যাপন

হৃদয় খোলা, আরাধ্য পথ রুদ্ধ
যন্ত্রণার সাতকাহন, অবিশ্রান্ত তৃষ্ণার দাপট,
ভারী কষ্টের দিনযাপন নিষ্ঠুর বিধির বিধান অখÐীয়
অন্ধকারাচ্ছান্ন কর্দমাক্ত আগাছাপূর্ণ বাগান
অতৃপ্তির ভারে নত, প্রতিদিন সুবাসশুন্য এক জড়তার সকাল
এক অদ্ভুত সন্তাপের দিনযাপন, তারপর
কাঁটায় রক্তাক্ত মশগুল অনুভবের রাত্রি যাপন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন