Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রসিংয়ে আটকা পড়া মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৭, ২:২৬ পিএম

কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জেলখানা বাড়ি এলাকার বিজয়পুর রেল ক্রসিংয়ে ‘স্যামস্যাং সিকিউরিটি কোম্পানি’র আটকে পড়া মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

ওসি নজরুল ইসলাম জানান, আহতদেরকে ঘটনাস্থল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , পাহাড়িকা এক্সপ্রেস নামে একটি ট্রেন ক্রসিংয়ে আটকা পড়া মাইক্রোবাসটিতে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই ২ নিহত হয়। তবে নিহত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ