পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কয়েকটি কারণে হঠাৎ করে কিছুটা অস্বস্তিতে পড়েছিল। তবে প্রধানমন্ত্রীর দৃঢ়তা এবং অন্যান্য নেতাদের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তা দূর করেছেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া উচ্চ আদালতের রায়ে প্রধান বিচারপতির কিছু পর্যবেক্ষন আওয়ামী লীগকে এক ধরনের অস্বস্তিতে ফেলে। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়ে হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসুস্থতাও দলের নেতাকর্মীদের ফেলে দিয়েছিল ব্যাপক উদ্বেগ-উৎকন্ঠা ও অস্বস্তিতে। সেখানকার স্থানীয় একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর গলবøাডার সফল অপারেশন শেষে দেশে ফেরা ও স্বল্প সময়ের মধ্যে দলীয় ও রাষ্ট্রীয় কর্মকান্ডে আবারও ব্যস্ত হয়ে পড়াও দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। দলের কয়েকজন নেতার সঙ্গে আলাপকালে এতথ্য পাওয়া যায়। এর মধ্যে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিমের বাংলাদেশে আসা এবং হঠাৎ করে চালে মূল্য বৃদ্ধি পাওয়ায় আওয়ামী লীগ সরকার সমালোচনার মুখে পড়ে। তবে প্রধানমন্ত্রী তার মেধা ও প্রজ্ঞা দিয়ে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীকে তার পাশে নিয়ে এসেছেন। অন্যদিকে ঘটনার পর প্রধান বিচারপতির ছুটির আবেদন ও দেশত্যাগের মাধ্যমে আপাতত সেই অস্বস্তি কাটিয়ে স্বস্তি ফিরে পেয়েছে দলটি।
বর্তমানে প্রধান বিচারপতি এস কে সিনহার বিদেশ যাত্রার মধ্যদিয়ে ষোড়শ সংশোধনীর রায়ের পরিপ্রেক্ষিতে আসা ধাক্কা সামলে ওঠা গেছে বলে সরকারী দলের নেতারা মনে করছেন। এখন ঠান্ডা মাথায় ধৈর্য ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়াই আওয়ামী লীগের প্রধান অগ্রাধিকার।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সদস্য বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয়ে যাকে-তাকে কথা বলতে দলের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি ইনকিলাবকে বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে কোনো অস্বস্তি আমাদের ছিল না। বরং ওনার বিষয়ে যেসব অভিযোগ প্রকাশ পেয়েছে যে রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক পদে থেকে ওনি যে অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছিলেন, তাতে তিনি আর এ পদে বহাল হওয়ার অধিকার রাখেন না। তার আর দায়িত্ব না নেয়াই সমীচিন।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপিসহ বিরোধী দলের কৌশল কী হয়, এটা এখনো পরিষ্কার নয়। আপাতত আগামী নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে আওয়ামী লীগের আগামীকালের সংলাপ নিয়ে ব্যস্ত আছে ক্ষমতাসীন দল। তাছাড়া, নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে, সেটা নিয়েও আলোচনা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।