Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সালমানের বিপরীতে ক্যাটরিনা

img_img-1734974609

ব্যাপারটি কারও উর্বর মস্তিষ্ক থেকেই বেরিয়েছে। কবির খানের আগামী ফিল্মে সালমান খানের বিপরীতে দীপিকা পাডুকোনের জুটিবদ্ধ হবার খবরটি শুধু ভুয়াই নয় আপাতত অসম্ভব।সালমানের বিপরীতে দীপিকাকে নিয়ে এই খবরটির প্রতিক্রিয়ায় কবির বলেন, “এটি কারও তৈরি করা কথা। আমি দীপিকার সঙ্গে এমন কোনও চলচ্চিত্র নিয়ে কথাই বলিনি।”কবির খান তার আগামী চলচ্চিত্রটি সম্পর্কে কোন আভাস দিতে অস্বীকৃতি জানালেও কতিপয় সূত্র ক্যাটরিনা কাইফের কথা উল্লেখ করেছে। ক্যাটরিনা কবিরের পাঁচটি চলচ্চিত্রের মধ্যে তিনটিতেই আছেন। সুতরাং, কবিরের আগামী চলচ্চিত্রে সালমানেরপরীতে তার সম্ভাবনাই বেশি। ওয়াকিবহাল এই সূত্র...









আর্কাইভ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ