Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পপির বিরুদ্ধে নির্মাতার লিগ্যাল নোটিশ

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জসিম উদ্দিনের পরিচালনাধীন ‘দি আমেরিকান ড্রিম’ সিনেমায় অভিনয় করার কথা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপির। কিন্তু শেষ পর্যন্ত পপির পরিবর্তে সিনেমাটিতে অভিনয় করছেন সূচনা আজাদ নামে নতুন একজন নায়িকা। এদিকে পপির নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির নির্মাতা। পপিকে যে সাইনিং মানি দেয়া হয়েছিল সেটা এখনো ফেরত দেননি তিনি। এমনকি নির্মাতার সাথে কোনো যোগাযোগও করছেন না। এ কারণেই শেষ পর্যন্ত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন বলে জানান নির্মাতা জসিম উদ্দিন। পপিকে না নেয়ার কারণ সম্পর্কে নির্মাতা বলেন, শুটিংয়ের আগে পপি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তিনি কোনো প্রকার যোগাযোগও করেননি। তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। তার সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে যেমন কথাবার্তা ছিল তার কোনোটাই তিনি রক্ষা করেননি। ফলে তাকে বাদ দিতে বাধ্য হয়েছি। লিগ্যাল নোটিশ সম্পর্কে জসিম উদ্দিন বলেন, আমি প্রতিকার পেতে আইনের দ্বারস্থ হয়েছি। আইনের উপর শ্রদ্ধা রেখেই পপিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কারণ আমার কাছ থেকে যে সাইনিং মানি নিয়েছিল সেটা এখনো তিনি ফেরত দেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপির বিরুদ্ধে নির্মাতার লিগ্যাল নোটিশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ