প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা টেলিভিশনে অনেক নির্মাতার নাটকে অভিনয় করলেও সালাউদ্দিন লাভলুর নাটকে কখনো অভিনয় করেননি। প্রথমবারের মতো তিনি সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘সোনার কাটি রূপার কাটি’। এটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম। চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে নাটকটির নির্মাণ কাজ চলছে পূবাইলে। এদিকে বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে খালেদা আক্তার কল্পনার নতুন একটি বিজ্ঞাপন। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের জুস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনে কল্পনার সিনেমায় অভিনয়ের আদলে উপস্থিতি ছিলো নান্দনিক। প্রথম দিন থেকেই বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য বেশ সাড়া পাচ্ছেন খালেদা আক্তার কল্পনা। কল্পনা বলেন, ‘আমি শিল্পী, আমার নির্দিষ্ট কোন মাধ্যম নেই যে সেখানেই কাজ করতে হবে। তবে হ্যাঁ, আমার ভালোলাগা ভালোবাসার স্থান হচ্ছে সিনেমা। কারণ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়েই আমি আজকের খালেদা আক্তার কল্পনা। লাভলু ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করছি, খুব ভালো লাগছে। নতুন বিজ্ঞাপনটিতে কাজ করেও বেশ সাড়া পাচ্ছি।’ উল্লেখ্য, বিজ্ঞাপনে খালেদা আক্তার কল্পনাকে প্রথম দেখা যায় আফজাল হোসেনের নির্দেশনায় লালবাগের ‘হাসমার্কা গন্ধরাজ নারকেল তেল’র বিজ্ঞাপনে। এরপর আরো বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হন তিনি। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হন কল্পনা। মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে মতিন রহমানের ‘রাধাকৃষ্ণ’। এরপর ‘সোহেল রানা’, ‘ফুলশয্যা’, ‘শেষ আঘাত’, ‘মায়ের কান্না’, , ‘তিন কন্যা’, ‘রকি’, ‘ঢাকা-৮৬’, ‘জ্বিনের বাদশা’, ‘অচেনা’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘জ্বিনের বাদশা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।