প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আজ সোমবার একুশে টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘অন্ধকারের গান’। মধ্যবিত্ত পরিবারের হাস্যোজ্জ্বল কিন্তু জন্মান্ধ একটি মেয়ের জীবনযাপন নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘অন্ধকারের গান’। নজরুল ইসলামের রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, সুমাইয়া শিমু, তমালিকা কর্মকার, অপূর্ব, শাহরিয়ার নাজিম জয়, শাহেদ শরীফ খান, মিশু সাব্বির, উর্মিলাসহ আরও অনেকে। ধারাবাহিকটি রাত ৮টায় প্রচার হবে। মধ্যবিত্ত একটি পরিবারের সবচেয়ে আনন্দময় মানুষটার নাম তিথি। তার কোনো দুঃখ নেই, হতাশা নেই, বেদনা নেই... সুন্দর একটা ফুলের গন্ধ পেলেই তার মন আনন্দে নেচে ওঠে, পাখির ডাকে নাচে প্রাণ, গান গায় আপন সুরে। তিথি সবচেয়ে সুখে থাকলেও এই পরিবারের প্রধান দুঃখ তিথিকে নিয়ে, কারণ তিনি জন্মান্ধ! অন্যরা যেমন দূর থেকে দেখেই বুঝে ফেলতে পারে কোনটা গোলাপ আর কোনটা রজনীগন্ধা, তিথি তা পারে না। কাছে গিয়ে তার অনুভব করতে হয় গন্ধ শুঁকে। তিথি জানে না আকাশটা দেখতে আসলে কেমন, শুধু কল্পনা করে নেয়। অন্যরা শুধু দেখে, কিন্তু অনুভব করে না কিছুই, কিন্তু তিথির যে অনুভবটুকুই সম্বল... এভাবেই এগিয়ে গেছে নাটকের কাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।