ধারাবাহিক নাটক ছক্কা-পাঞ্জা
একুশে টেলিভিশনে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ছক্কা পাঞ্জা’। কুড়ে ঘর-এর প্রযোজনায়, সোহেল রানার রচনায় নাটকটিতে অভিনয় করেছেন, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আ খ ম হাসান, শতাব্দী ওয়াদুদ, ইরফান আহমেদ, রাশেদ মামুন অপু, জামিল হোসেন, তারিক স্বপন, আলভী, এ্যানি খান, সীমানা, হুমায়রা হিমু, শিরিন আলম, বাদল শিকদার, নাফিজা চৌধুরী নাফা, ইরা শিকদার, তিতান চৌধুরী, জিনিয়াসহ অনেকে। নাটক প্রসঙ্গে পরিচালক বনি চৌধুরী ও ইমাম রিপন বলেন, গ্রামের সৎ-অসৎকে কেন্দ্র করে গল্প গড়ে...