Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিখ্যাত শিল্পীদের পরিবেশনায় জুবিলি কনসার্ট

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশ্বব্যাপি আগা খান ফাউন্ডেশনের ৬০ বছর উদযাপন উপলক্ষে স¤প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি সেন্টার বসুন্ধরা’তে (আইসিসিবি) এই কনসার্ট আয়োজন করা হয়। আগা খান ফাউন্ডেশনের এই জুবিলি কনসার্ট ইতোমধ্যেই রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার বিভিন্ন দেশে ব্যাপক প্রশংসা ও উৎসাহ অর্জন করেছে। বিখ্যাত সংগীত শিল্পী সেলিম-সুলাইমান, সুকৃতি কক্কর, বিপুল মেহতা, রাজ পন্ডিতসহ আরও জনপ্রিয় সংগীত শিল্পীরা এই কনসার্টে পারফর্ম করেছে। কনসার্টের আয় বাংলাদেশে আগা খান ফাউন্ডেশনের সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে। আগা খান ফাউন্ডেশন একটি অলাভজনক আন্তর্জাতিক ডেভেলপমেন্ট এজেন্সি। প্রতিষ্ঠানটি মানব কল্যাণ, গরিব ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুর সুযোগ বৃদ্ধি এবং তাদের জীবন মান উন্নয়নে কাজ করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটি শৈশব উন্নয়ন, সুশীল সমাজকে শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক অর্ন্তভূক্তি নিয়ে কাজ করে। বৃহত্তর আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক-এর একটি অংশ দি আগা খান। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং আগা খান ফাউন্ডেশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ কনসার্টে উপস্থিত থেকে মনোমুগ্ধকর পারফরমেন্স উপভোগ করেন। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম বলেন, ‘আগা খান ফাউন্ডেশন সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখছে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এই চমৎকার ফান্ড রাইজিং সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হতে পেরে সম্মানিত ও গর্বিত। আমরা আশা করি, ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রমের সঙ্গে থাকবো’।
ছবিঃ জুবিলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিখ্যাত শিল্পী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ