Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বৈশাখের নাটকে তাহসান ও মম জুটি

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

তাহসান খান এবং জাকিয়া বারী মম একসঙ্গে খুব বেশি কাজ করেননি। তবে তিনটি কাজ তারা একসঙ্গে করেছেন সবগুলোই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। আসছে পহেলা বৈশাখে আরটিভিতে প্রচারের জন্য নন্দিত নির্মাতা সাগর জাহানের রচনায় ও নির্দেশনায় ‘সোনালী ইলিশের গল্প’ নাটকে আবারো একসঙ্গে অভিনয় করেছেন তাহসান ও মম। এর আগে তাহসান সাগর জাহানের নির্দেশনায় নাটকে অভিনয় করলেও এবারই প্রথম মম সাগর জাহানের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন। মম বলেন, ‘সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্প, পুরো গুছানো একটি ইউনিট। সোনালী ইলিশের গল্প একটি ভালো কাজ হয়েছে। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ গত ৫ এপ্রিলই নাটকটির শূটিং শেষে নিউইয়র্কে গিয়েছেন তাহসান খান। সেখানে তিনি স্টেজ শো’তে পারফর্ম করবেন। পরিচালক সাগর জাহান জানান, পহেলা বৈশাখে আরটিভিতে নাটকটি প্রচার হবে। তাহসান ও মম প্রথম একসঙ্গে শিহাব শাহীনের নির্দেশনায় ‘নীলপরী নীলাঞ্জনা’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ তারা দু’জন শিহাব শাহীনের নির্দেশনাতেই ‘ম্যানিকুইন মুমু’ নাটকে একসঙ্গে অভিনয় করেন। তাদের অভিনীত অন্য আরো দুটি নাটক হচ্ছে শিহাব শাহীনের ‘রূপকথা এখন আর হয়না’ এবং তানিম রহমান অংশু’র ‘স্বপ্নচুরি’। এদিকে আগামী ২০ এপ্রিল মুক্তি পাবে মম অভিনীত অরুন চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ চলচ্চিত্রটি। এতে মম অভিনয় করেছেন আলতা চরিত্রে।
ছবিঃ তাহসান-মম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখ

২২ এপ্রিল, ২০২২
২২ এপ্রিল, ২০২২
১৬ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ