Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্যোৎস্না রাইতের মাধ্যমে যাত্রা শুরু মিউজিক বক্স-এর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পহেলা বৈশাখকে সামনে রেখে ইউটিউবে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতার মিউজিক ভিডিও জ্যোৎস্না রাইতে। জাহাঙ্গীর রানার কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন কন্যারেখ্যাত শান। লতা আচারিয়ার পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এ কে আজাদ এবং ইভানা। চমৎকার লোকেশন আর গল্পের কারনে মিউজিক ভিডিওটি দর্শকদের ছুঁয়ে যাবে বলে মনে করছে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক বক্স। উল্লেখ্য, এই গানটির মাধ্যমেই প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে মিউজিক বক্স। কন্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতা বলেন, ‘এখন যুগ পাল্টেছে। দর্শক গান শোনার পাশাপাশি দেখতেও চায়। সে কারণেই ভিডিওর প্রকাশ। আশা করছি, শ্রোতাদের ভাল লাগবে।’ মিউজিক বক্স জানায়, কন্ঠশিল্পী শান-এর সিঙ্গেল ট্র্যাকসহ আরো একাধিক বড় গান নিয়ে হাজির হচ্ছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ