Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিমন চৌধুরীর মিউজিক ভিডিও তুমি যখন হাত বাড়াও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী লিমন চৌধুরীর মিউজিক ভিডিও ‘তুমি যখন হাত বাড়াও’। কক্সবাজার সমুদ্র সৈকতে চিত্রায়িত হয়েছে ভিডিওটি। মডেল হয়েছেন লিমন ও তৃষ্ণা। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ভিডিওটি। টি এম সাব্বিরের কথায় বনি আহমেদের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন লিমন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। লিমন চৌধুরী বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি কথা-সুর-কণ্ঠ মিলিয়ে একটা পরিচ্ছন্ন গান করার। তাই আমার গানের সংখ্যাও বেশ কম। প্রায় দুই বছর পর আমার নতুন গান-ভিডিও প্রকাশ হলো। আমি কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সবাইকে। বিশেষ কৃতজ্ঞতা সিডি চয়েসের সোহেল ভাইয়ের কাছে। আশা করছি, এবারের গানটিও সবার ভালো লাগবে।’
ছবিঃ লিমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিমন চৌধুরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ