Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পহেলা বৈশাখে খন্দকার বাপ্পীর গান তাকডুমাদুম তাক

আশিক বন্ধু | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পহেলা বৈশাখের গান নিয়ে আসছেন খন্দকার বাপ্পী। তাকডুমাদুম’ শিরোনামের গানটি মিউজিকর কাজ শেষ হয়েছে। অনুরূপ আইচের লেখা গানটির সুর সঙ্গীত করেছেন অমিত কর। গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে সিডি ভিশনের ব্যানারে। তার আগে লিরিক্যাল ভিডিও মুক্তি পাবে। খন্দকার বাপ্পী বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের বড় উৎসব। এদিন সম্মিলিতভাবে আমরা বৈশাখ উদযাপন করি। তাই এবারের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের তাক ডুমাদুম তাক গানটির সৃষ্টি। অনুরূপ দাদার অসাধারণ লেখা, আর অমিত দা’র সুরে গানটির প্রাণ পেয়েছে। কথা, সুর ও গানের ভিডিওতে বিনোদন পাওয়া যাবে। সিডি ভিশনের কর্ণধার মাহবুব আলম বলেন, ‘বৈশাখের জন্য অনেক সুন্দর একটি গান তাকডুমাদুম। মিউজিক ভিডিওটিও দৃষ্টিনন্দন হয়েছে। আশা করছি, গানটি জনপ্রিয়তা পাবে। শুভকামনা খন্দকারী বাপ্পী, অনুরুপ আইচ ও অমিত করের জন্য। উল্লেখ্য বিভিন্ন সময়ে অনুরুপ আইচের লেখা বেশ কয়েকটি গান প্রশংসিত হয়েছে খন্দকার বাপ্পীর কন্ঠে। তারমধ্যে উল্লেখ্যযোগ্য, মাররে ছক্কা, নাচ পাগলা, ভাষা তোমার জন্য, শোনো মানুষ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পহেলা বৈশাখ

২২ এপ্রিল, ২০২২
১৬ এপ্রিল, ২০২২
১৬ এপ্রিল, ২০২২
১৪ এপ্রিল, ২০২১
১৩ এপ্রিল, ২০২০
২৪ এপ্রিল, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ