Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী জেলা শহরে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ২০, আটক ২০

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ২:৩১ পিএম

কুমিল্লার একটি আদালতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১৪৮জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি নোয়াখালী জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে শহরের রশিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, জেলা যুবদলের সভাপতি মাহবুল আলম আলো ও সদর থানা বিএনপিসাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিনসহ ২০ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া’সহ ১৪৮জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী জেলা শহর বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

পরে পুনরায় শহরের রশিদ কলোনি এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। সংঘর্ষে ৩ পুলিশ সদস্য ও বিএনপির ১৭ নেতাকর্মী আহত হয়। এসময় কয়েকটি গাড়ী ভাঙচুরের ঘটনাও ঘটে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকল ধরনের মিছিল করতে নিষেধ করা হয়েছে। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলের মাধ্যমে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পুলিশ তাদের বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ