Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অ্যাটাকিং বাংলাদেশের সামনে পাকিস্তান

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : হিরো এশিয়া কাপে পাকিস্তানকে মোকাবেলার জন্য প্রস্তুত বাংলাদেশ জাতীয় হকি দল। আজ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ‘এ’ গ্রæপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। এর আগে বেলা তিনটায় একই গ্রæপের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে টার্ফে নামবে জাপান।
এশিয় হকির অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। তাদের বিপক্ষে লড়তে হলে নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দিতে হবে বাংলাদেশকে। তাইতো ম্যাচকে সামনে রেখে গতকাল সকালে টুর্নামেন্ট ভেন্যু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক ঘণ্টার ঘাম ঝড়ানো অনুশীলন করে স্বাগতিক দল। অনুশীলন শেষে টুর্নামেন্টে নিজেদের প্রস্তুতির কথা মিডিয়াকে জানান বাংলাদেশ কোচ মাহবুব হারুন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে পাকিস্তানকে মোকাবেলার জন্য প্রস্তুত আমার দল। গত তিন মাস ছেলেরা কঠিন পরিশ্রম করেছে। এই সময় তারা দেশ ও বিদেশে ঘাম ঝড়ানো অনুশীলনে ব্যস্ত ছিলো। এশিয়া কাপকে সামনে রেখে আমরা চীনে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ঢাকার মাঠেও জাপানের বিপক্ষে স্বল্প সময়ের প্রস্তুতি ম্যাচ খেলেছে আমার দল। আমি দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। আমার ধারনা মাঠে পজিটিভ খেলার চেষ্টা করবে জিমি-চয়নরা। জেতার জন্যই মাঠে নামবে তারা।’ প্রায় প্রতি বছরই ঢাকার প্রিমিয়ার হকি লিগে বিভিন্ন দলের হয়ে বেশ কিছু পাকিস্তানী খেলোয়াড়রা খেলে থাকেন। ফলে বাংলাদেশের খেলোয়াড়দের কৌশল তাদের অজানা নয়। তবে এতে কোন সমস্যা হবে না বলেই জানান হারুন। তিনি বলেন, ‘পাকিস্তানের অনেক খেলোয়াড় ঢাকায় এসে খেলেছে। তারা বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে জানে। তাতে অবশ্য সমস্যা নেই। আমাদেরও জানা আছে পাকিস্তানীদের কৌশল সম্পর্কে। আমি ছেলেদের বলেছি, মাঠে তোমরা নিজেদের সেরাটা ঢেলে দেবে। তারা যেন বল পজিশনে রাখতে পারে সেই পরামর্শ দিয়েছি। ফাইনালি আমরা চেষ্টা করবো অ্যাটাকিং হকি খেলতে।’
জাতীয় দলের সহকারী অধিনায়ক পুষ্কর ক্ষিসা মিমোর বলেন, ‘৩২ বছর পর ঘরের মাঠে এশিয়া কাপ পেয়েছি। তাই নিজেদের সেরাটা দিয়েই আমরা খেলতে চাই। এখানে সবগুলো দল একই মানের হলেও আমরা র‌্যাংকিংয়ের নীচে রয়েছি। তাতে কোন সমস্যা নেই। ভালো হকি খেলে দেশের মান বাড়ানোই আমাদের লক্ষ্য।’ দেশসেরা পেনাল্টি কর্ণার (পিসি) স্পেশালিষ্ট মামুনুর রহমান চয়ন বলেন, ‘আমরা সেরা খেলাটাই এশিয়া কাপে খেলতে চাই। আশরাফুল, খোরশেদ এবং আমি রয়েছি পেনাল্টি কর্ণার থেকে গোল আদায় করার জন্য। অন্তত তিন পিসি থেকে একটি গোল যেন আমরা আদায় করতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘কার র‌্যাংকিং কত, তা নিয়ে ভাবার সময় নেই। জেতার জন্যই মাঠে নামবো। পাকিস্তানও জেতার জন্য নামবে। পুরো ৬০ মিনিট পাব আমরা। এই সময়ের মধ্যে গোল আদায় করে নিতে হবে আমাদের।’
এদিকে একই ভেন্যুতে সন্ধ্যার পর অনুশীলনে নামে পাকিস্তান। অনুশীলন শেষে পাক কোচ ফারহাত হাসান খান বলেন,‘বিশ্বকাপ হকিতে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তারপরও এশিয়া কাপকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি।’ তিনি যোগ করেন,‘এ আসরে পাকিস্তান নতুন দল নিয়ে খেলবে। টুর্নামেন্টটি পাকিস্তানের জন্য সব সময় বিশেষ মর্যাদার। এখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে। অবশ্যই তারা শক্ত প্রতিপক্ষ। বড় টুর্নামেন্টে অঘটন ঘটতেই পারে। ম্যাচে কোনো ধরনের অঘটন যাতে না ঘটে এ ব্যাপারে পাকিস্তান সচেতন থাকবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ