Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাশায় শুরু মিসবাহ-ইউনিস পরবর্তী যুগ

ছয়ে উঠল শ্রীলঙ্কা, পাকিস্তান নামল সাতে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভাবতেও অবাক লাগে! বেশিদিন আগের কথা নয় টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল মিসবাহ-উল-হকের পাকিস্তান। সেই দলটিই এখন র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে!
মিসবাহ-ইউনিসকে ছাড়া এই প্রথম টেস্ট খেলতে নেমেছিল পাকিস্তান। রোমাঞ্চকর একটা সিরিজ ঠিকই তারা উপহার দিয়েছে কিন্তু প্রতিটা ম্যাচেই শেষটা ছিল তাদের জন্য বিষাদময়। দুই ম্যাচ সিরিজের দুটিতেই হেরে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হয়েছে তারা। তার মানে এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে টেস্টে পাকিস্তান আর অপরাজেও দল নয়। আবু ধাবিতে প্রথম টেস্টে মাত্র ১১৪ রানে গুটিয়ে ২১ রানে হারের পর এবার দুবাইয়ের দিবা/রাত্রি টেস্টে ৬৮ রানে হেরেছে পাকরা।
২০১০ সালে আরব আমিরাতকে নিজভূমি বানানোর পর ৯ টেস্টের পাঁচটিতেই জিতেছেল পাকিস্তান, বাকি চারটি ড্র। অপরাজয়ের এই রেকর্ড অক্ষুন্ন রাখতে দুবাই টেস্টের শেষ দিনে তাদের করতে হতো ১১৯ রান, হাতে ছিল ৫ উইকেট। ভরসা হিসেবে ছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান আসাদ শফিক ও অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু তারা পারেননি। পাকিস্তানও মাত্র ১৭ ওভারে ৫০ রান যোগ করে গুটিয়ে যায় ২৪৮ রানে। এর আগে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে মাত্র ৯৬ রানে গুটিয়ে লক্ষ্যটা (৩১৭) নাগালের মধ্যেই রেখেছিলেন পাক বোলাররা। কিন্তু যে সরফরাজ-শফিক চতুর্থ দিন স্বপ্ন দেখিয়েছিলেন, পরের দিন তারাই উপহার দেন একরাশ হতাশা।
আগের দিন নৈশভোজের আগে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে নিশ্চিত হারের মুখে পড়েছিল পাকিস্তান। এরপর আর কোন উইকেট না হারিয়ে ১৯৮ রানে দিন শেষ করে তারা। শফিক ৮৬ ও সরফরাজ ৫৭ রানে অপরাজিত ছিলেন। গতকাল সেই জুটি বিচ্ছিন্ন হয় সাতসকালে, সরফরাজের (৬৮) বিদায়ের মধ্য দিয়ে। এর আগে দুজনে গড়েন ১৭৩ রানের জুটি। এরপর আর কেউ দাঁড়াতে পারেনি। নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন শফিক। ১০টি চারের সহায়তায় ১৭৬ বলে ১১২ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে পেরেরা ৯৮ রানে নেন ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবারের মত ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিলেন তিনি। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন শ্রীলঙ্কার দিমুথ করুনারতেœ।
আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে দুদলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হতাশ

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ