Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্স স্বীকৃতি দেবে না কাতালোনিয়াকে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কাতালোনিয়া স্বাধীনতার ঘোষণা দিলে তাতে স্বীকৃতি দেবে না ফ্রান্স। ফ্রান্সের ইউরোপীয় সম্পর্ক বিভাগীয় মন্ত্রী নাথালি লুইসিউ এ হুঁশিয়ারি দিয়েছেন। ফরাসি মন্ত্রী বলেন, যদি এককভাবে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, তাহলে একে স্বীকৃতি দেওয়া হবে না। তিনি বলেন, মাত্র এক সপ্তাহ আগে স্বাধীনতার পক্ষে অবস্থানকারীদের আয়োজিত ভোটের মাধ্যমে কাতালোনিয়াকে সংজ্ঞায়িত করা যাবে না। সিনিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, স্পেনের রাজনীতির সব স্তরের মধ্যে সংলাপের মাধ্যমে এই সংকটের সমাধান প্রয়োজন। এর আগে ইউরোপীয় কমিশনের দেওয়া সতর্কবার্তা উচ্চারণ করে লুইসিউ জানান, কাতালোনিয়া স্বাধীন হলে এটি নিজেকে ইউরোপীয় কমিশনের বাইরে দেখতে পাবে। সদস্যপদের জন্য তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। তিনি বলেন, যদি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়-যেটির বিষয়ে আলোচনা হচ্ছে না, তার দ্রæত প্রতিক্রিয়া হবে কাতালোনিয়া স্বয়ংক্রিয়ভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বাদ পড়ে যাবে। স্বাধীনতার প্রশ্নে গত রোববার গণভোট আয়োজন করেছিল কাতালোনিয়া সরকার। ভোটদাতাদের মধ্যে ৯০ শতাংশই স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। এই ভোট ঠেকাতে আদালতের নিষেধাজ্ঞা থেকে শুরু করে পুলিশ মোতায়েন সবই করেছিল স্পেন সরকার। ভোটের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিল আট শতাধিক বেসামরিক নাগরিক। স্পেন সরকারের পক্ষ থেকে অবশ্য শনিবার এ ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। তবে কাতালোনিয়া সরকার স্বাধীনতা ঘোষণার প্রশ্নে এখনো অনড় অবস্থানে রয়েছে। মঙ্গলবার আঞ্চলিক পার্লামেন্টের অধিবেশনে প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনের ভাষণ দেওয়ার কথা রয়েছে। ওই সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ