মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে ফ্রান্সে। শুধু তাই নয় দিন যত যাচ্ছে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ততোবেশি ভাঙছে। শুক্রবার দেশটিতে নতুন করে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নতুন করে ৬০ হাজার ৪৮৬ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। যা আগেরদিন বৃহস্পতিবার ৫৮ হাজার ৪৬ রোগী শনাক্তের রেকর্ড ভেঙেছে। ফ্রান্স স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, করোনার কারণে শুক্রবার ফ্রান্সে ৮২৮ জনের মৃত্যু হয়েছে। যা আগেরদিন বৃহস্পতিবারের ৩৯৮ জনের দ্বিগুণ থেকেও বেশি। আল আরাবিয়া বলছে, এপ্রিলের পর গত সপ্তাহে ফ্রান্সে করোনার কারণে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত ১৬ লাখ ৬১ হাজার ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। আল-আরাবিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।