নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কিলিয়ান এমবাপের চোট খুব একটা গুরুতর নয়। তবে খেলতে পারেননি ক্লাব পিএসজির সবশেষ ম্যাচে। তার দ্রæত সেরে ওঠার আশাতেই বুঝি, ক’দিন বাদে হতে যাওয়া তিনটি ম্যাচের জন্য তাকে নিয়ে দল ঘোষণা করেছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে একটি প্রীতি ম্যাচ ও উয়েফা নেশন্স লিগে দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। এর জন্য গতপরশু ২৬ সদস্যের দল ঘোষণা করেন দেশম।
গত শনিবার লিগ ওয়ানে নঁতের বিপক্ষে পিএসজির ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপে। তিন দিন পর এক বিবৃতিতে তার ডান পায়ের মাংশপেশিতে চোটের বিষয়টি জানায় পিএসজি। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে পিএসজির ২-১ ব্যবধানে হারের ম্যাচে খেলতে পারেননি এমবাপে। কবে নাগাদ ফিরতে পারবেন, সে বিষয়েও ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এরপরও তার দেশমের দলে ডাক পাওয়াটা কিছুটা অবাক করার মতো। ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরাম। এর আগে দেশটির বয়সভিত্তিক দলে খেলা ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড খেলেন বুন্দেসলিগার দল বরুশিয়া ম’গøাডবাখের হয়ে। আগামী বুধবার নিজেদের মাঠে ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এর তিন দিন পর পর্তুগালের মাঠে তারা খেলবে নেশন্স লিগের ম্যাচ। প্রতিযোগিতাটিতে আগামী ১৭ নভেম্বর ঘরের মাঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইডেন।
ফ্রান্স ফুটবল দল
গোলরক্ষক : হুগো লরিস, মাইক মিয়াঁ, স্তিভ মাদাঁদাঁ, বেনোয়া কস্তিল। ডিফেন্ডার : লুকাস দিনিয়ে, লিও দুবয়ঁ, লুকা এরনঁদেজ, প্রেসনেল কিম্পেম্বে, ক্লেঁমো লংলে, বাঁজামাঁ পাভার্ড, রাফায়েল ভারানে, কুর্ত জুমা। মিডফিল্ডার : এনগোলো কঁতে, স্তিভেন জঞ্জি, পল পগবা, আদ্রিওঁ রাবিও, মুসা সিসোকো, কোরোঁতাঁ তোলিসো। ফরোয়ার্ড : উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, নাবিল ফেকির, অলিভিয়ে জিরুদ, আঁতোয়ান গ্রিজমান, অঁতনি মার্শিয়াল, কিলিয়ান এমবাপে, মার্কাস থুরাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।