Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটাইলের সাগরদিঘী থেকে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ৯:৫৪ এএম

ঘাটাইলের সাগরদিঘী বিট অফিসের পিছন থেকে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ মঙ্গলবার সকালে বোমা সদৃশ বস্তুটি তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ৬টার দিকে সাগরদিঘী শিশু কানন কিন্ডার গার্টেনের শিক্ষক শওকত মিয়া সাগরদিঘী বিট অফিসের পিছনে তার নিজ বাসা থেকে বের হলে গেটের সামনে টাইম বোমা সদৃশ বস্তুটি দেখতে পান। সাথে সাথেই তিনি বিষয়টি এলাকাবাসী ও সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ প্রশাসনকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বোমা সদৃশ বস্তুটি দেখতে সাধারণ জনগণের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শী জুয়েল চৌধুরী জানান, খবরটি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। কে বা কারা বস্তুটি রেখে গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ