পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরে বখাটের প্ররোচনায় প্ররোচিত হয়ে স্কুলছাত্রী মোছাঃ রজিফা আক্তার সাথী (১৪) আত্মহত্যা মামলার আসামি ধরাকে কেন্দ্র করে গত রোববার রাতে বজরাপুকুর বাজার এলাকায় আসামিসহ পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় পৃথক ২ টি মামলা হয়েছে। পুলিশ ২৬ জনকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের মন্ডলপাড়ার রবিউল ইসলাম ওরফে রব্বানীর মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্রী মোছাঃ রজিফা আক্তার সাথীকে একই এলাকার মীরপাড়া গ্রামের আমিনুর মীরের বখাটে ছেলে ইয়ামিন হুজাইফা (২০) প্রায় বিভিন্ন সময় উক্ত্যক্ত করা সহ প্রেম নিবেদন ও কু-প্রস্তাব দিতো। বিষয়টি সাথী তার বাবাকে জানালে তার বাবা রবিউল ইসলাম ওরফে রব্বানী স্থানীয় চেয়ারম্যান আব্দুল হাকিম তালুকদার সহ ছেলের বাবাকে বিষয়টি অবগত করে এবং এ ধরনের কাজ না করার জন্য অনুরোধ জানায়। এতে বখাটে ইয়ামিন হুজাইফা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন গত রোববার স্কুল ড্রেস পড়ে সাথী দুপচাঁচিয়া থেকে প্রাইভেট পড়ে জিয়ানগর আসার পথে ছেলেটি আবার তাকে উক্ত্যক্ত করে। এতে মেয়েটি স্কুলে না গিয়ে বাড়ীতে চলে যায় এবং রাগ, অভিমানে ও লজ্জায় নিজের শয়ন কক্ষে বাঁশের তীরের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মেয়েটির বাবা রবিউল ইসলাম ওরফে রব্বানী বখাটে ছেলে ইয়ামিন হুজাইফা ও তার বাবা কে আসামি করে থানায় মামলা দায়ের করে।
এদিকে ওই দিন সন্ধ্যায় পুলিশ জিয়ানগরের বজরাপুকুর এলাকায় এজাহারভুক্ত আসামি ধরতে যায়। মামলার ২ নং আসামি আমিনুর মীরকে গ্রেফতার করার সময় তার আত্মীয়-স্বজনরা বাধা সৃষ্টি করে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির এক পর্যায় তারা আসামি ছিনতাই সহ পুলিশের ওয়াকিটকি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। রাতেই খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদিঘী-দুপচাঁচিয়া) আলমগীর রহমান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক অতিরিক্ত পুলিশ সহ ঘটনাস্থলে যান। এ সময় রক রেড দিয়ে পুলিশের ছিনতাই হওয়া ওয়াকিটকি উদ্ধার অভিযান চালান। রাতভর নিষ্ফল অভিযান চালালেও পুলিশের কাজে বাঁধা দেওয়ার ঘটনায় ২৬ জনকে আটক করেন।
এ ঘটনায় ওই দিন রাতেই এসআই আব্দুর রহিম বাদী হয়ে বে-আইনী জনতা দলবদ্ধ হয়ে মারপিট করিয়া আসামি ছিনতাই ও পুলিশের বেতার চন্দ্র (ওয়াকিটকি) ছিনতাইয়ের অপরাধে উক্ত ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গতকাল সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বজরাপুকুর বাজার এলাকার সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত ২৬ জনকে গত রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।