Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে এক লাখ পিস ইয়াব উদ্ধার গ্রেফতার ৩

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নগরীর বহদ্দারহাটে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল (রোববার) র‌্যাব কর্মকর্তা স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে বহদ্দারহাট ফ্লাইওভারের নীচে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। রিলাক্স পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-০৯৯৭) তল্লাশি চালিয়ে ইঞ্জিন কভারের ভিতরে সুকৌশলে লুকানো ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এ সময় কাজী শিশির আহম্মেদ ওরফে রনি (৩৫), আষাঢ় (১৯) ও মোঃ সোহেলকে (৩৫) গ্রেফতার করা হয়। পরে বাসটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ১ কোটি টাকা। চলতি বছরের প্রথম দিন থেকে গতকাল পর্যন্ত র‌্যাবের অভিযানে ৬২ লাখ ৭০ হাজার ৩৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ