Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনজুড়ে বিক্ষোভের ডাক অখন্ড স্পেনের সমর্থকদের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্বাধীনতার প্রশ্নে গত সপ্তাহে কাতালুনিয়ায় অনুষ্ঠিত গণভোটের বিপক্ষে বিক্ষোভের ডাক দিয়েছে অখন্ড স্পেনের সমর্থকরা। গণভোটের আগে বার্সেলোনায় হওয়া বিশাল বিশাল সমাবেশের মতই এবার মাদ্রিদ ও অন্যান্য শহরে সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর বিবিসির। স্পেনের সরকার ও সাংবিধানিক আদালতকে উপেক্ষা ও কড়া পুলিশি বাধা অতিক্রম করে অনুষ্ঠিত গত রোববারের গণভোটে ৪৩ শতাংশ ভোটার তাদের রায় জানাতে পেরেছিল বলে দাবি কাতালুনিয়ার আঞ্চলিক সরকারের। ২৩ লাখ ভোটের ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে পড়েছে বলে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন। ভোট রুখতে সর্বশক্তি প্রয়োগ করেছিল স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন কেন্দ্র দখলে নিয়ে নির্বাচনী সামগ্রী জব্দ করেছিল তারা। এ নিয়ে ভোট দিতে ইচ্ছুক জনতার সঙ্গে সংঘর্ষও হয়েছে তাদের। সংঘর্ষে ৯ শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে দাবি কাতালান আঞ্চলিক সরকারের। ভোট থামাতে গিয়ে ৩৩ জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে মাদ্রিদ সরকার জানিয়েছে। সংঘর্ষে বেসামরিক নাগরিক আহত হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন স্পেনের কাতালুনিয়া প্রতিনিধি এনরিক মিলো। গত শুক্রবার দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, কাতালান আঞ্চলিক সরকারের ‘অবৈধ গণভোট’ ঠেকাতে পুলিশ হস্তক্ষেপ করায় সহিংসতার ঘটনা ঘটে। কিছুই করার ছিল না, তবু আমি অনুতপ্ত এবং হস্তক্ষেপ করা কর্মকর্তাদের হয়ে ক্ষমা চাইছি, বলেন তিনি। মন্ত্রী সভার বৈঠকের পর স্পেন সরকারের মুখপাত্র ইনজো মেনদেজ দে ভিগোও কাতালুনিয়ার জনগণের ভোগান্তিতে সরকারের অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন। সেদিনের সহিংসতায় আহতের সংখ্যা নিয়ে সন্দেহের কথা জানিয়ে মেনদেজ বলেন, তার সরকার কাতালুনিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠানের চিন্তা করছে, যা বিতর্কিত গণভোটের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে। উল্লেখ্য, সোমবার পার্লামেন্টের নতুন অধিবেশন ডেকেছে কাতালুনিয়ার আঞ্চলিক সরকার। ধারণা করা হচ্ছে, গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পার্লামেন্টের এই অধিবেশনেই কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় স্বায়ত্তশাসিত কাতালান অঞ্চলের প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন পার্লামেন্টে ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছেন বলে অঞ্চলটির পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন। সূত্র : রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পেন

২৬ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ