বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় ট্রাক চাপায় শাহিনা আকতার তুলি (২৩) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে নিহতের সহকর্মী শ্রমিকেরা প্রায় ২০ মিনিট ওই মহাসড়ক অবরোধ করে রাখে।
শাহিনা আক্তার তুলি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ সোনাখালি গ্রামের শাহ মো. আবু সালেহ রনির স্ত্রী। শাহিনা নগপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় রিদিশ গার্মেন্টসে চাকরি করতেন।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল হাই জানান, সকালে শাহিনা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। কারখানার কাছাকাছি পৌঁছালে সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সহকর্মীরা ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ২০ মিনিটি পর যানবাহন চলাচল শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।