মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে : গ্র্যান্ডি
সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শন করেছে ৪৮ সদস্যের বিদেশি কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধি দল। মংডুর জেলা প্রশাসক জানান, গত সোমবার তাদের তিনটি দলে ভাগ করে ৩টি আলাদা এলাকায় নিয়ে যাওয়া হয়। তবে তাদের মধ্যে কোন কোন দেশের প্রতিনিধি রয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কূটনীতিকদের রাথে উডাং শহরের আনাউট পাইন গ্রামে নিয়ে যাওয়া হয় যেখান থেকে রোহিঙ্গা মুসলিমরা পালিয়ে যায়নি। রাখাইন সংকট শুরুর পর থেকে সেখানে ত্রাণ সংস্থা, সাংবাদিক ও বাইরের কাউকে প্রবেশ করতে না দেয়ায় সমালোচনার মুখে পড়ে মিয়ানমার সরকার। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দলের রাখাইন পরিদর্শনের অনুমতি প্রত্যাখ্যানের পর গত সোমবার কূটনীতিকদের সেখানে নিয়ে যাওয়া হলো। অপর এক খবরে বলা হয়, রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক স¤প্রদায়কে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। তিনি বলেন, রাষ্ট্রহীন রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। এদিকে, রাখাইনের অধিবাসীদের অকল্পনীয় দুর্দশা ও ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক চাপের মুখে সোমবার বিদেশি কূটনীতিক, জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থার প্রতিনিধি দলকে রাখাইন পরিদর্শনে নিয়ে যায় মিয়ানমার কর্তৃপক্ষ। ৪৮ জন প্রতিনিধি ৩টি দলের ভাগ হয়ে রাখাইনের বিভিন্নস্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এদের মধ্যে জাতিসংঘের ৩ জন প্রতিনিধিও ছিলেন। তারা সেখানে ব্যাপক সহিংসতা ও জনদুর্ভোগের প্রমাণ পেয়েছেন বলে জানায় এএফপি। একইসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। এর মধ্যেই রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানে আন্তর্জাতিক স¤প্রদায়ের সম্মিলিত উদ্যোগ দরকার বলে মন্তব্য করেছেন ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। গত সোমবার জেনেভায় সংস্থার নির্বাহী কমিটির সভায় তিনি বলেন, চলতি বছর মিয়ানমারসহ বিশ্বের বিভিন্ন দেশের ২ কোটিরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে শরণার্থী হয়েছে। গ্র্যান্ডি বলেন, রোহিঙ্গারা রাষ্ট্রহীন হয়ে পড়েছে। তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। ৫ লাখের বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে আসলেও তারা মানবেতর জীবন যাপন করছে। তারা ক্ষুধায় কাতরাচ্ছে। দিন যতই যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সংঘাতপূর্ণ রাখাইন থেকে পালিয়ে আসা এক চতুর্থাংশ শিশু এখনো কোনো সহায়তা পায়নি বলে জানিয়েছে ইউনিসেফ। গত সোমবার সংস্থাটির প্রধান অ্যান্থনি লেক শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের খোঁজ খবর নেন। ইউনিসেফ পালিয়ে আসা শরণার্থীদের ত্রাণ সরবরাহ কর্মসূচি আরও জোরদারে কাজ করছে বলেও জানান তিনি। রয়টার্স,এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।