Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গায় মুকুট হারালেন মিস মিয়ানমার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রোহিঙ্গা নিয়ে মন্তব্য করায় মুকুট হারালেন মিস মিয়ানমার। ২০১৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় মিস গ্র্যান্ড মিয়ানমার হিসেবে নির্বাচিত হন সোয়ে ইয়েন সি নামে এক নারী। স¤প্রতি মিয়ানমারের রাখাইনের চলমান ইস্যু নিয়ে মন্তব্য করায় তার নাম বাতিল করা হয়। গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, স¤প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন ইয়েন সি যেখানে তিনি বলেন, রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভাশন আর্মি বা আরসা দায়ী। তিন মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এখন মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজার থেকে বলা হয়েছে তাঁকে দেয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি এসব কিছুই ফেরত দিতে হবে। তিনি আরসাকে ইসলামপন্থী স¤প্রসারণবাদী আন্দোলনের গোষ্ঠী আখ্যা দিয়েছেন। তিনি মনে করেন আরসার পিছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে যারা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি আরও বলেন, আরসা প্রতারণার মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। মিস ইউনিভার্স মিয়ানমার আয়োজকদের দাবি অনুযায়ী সোয়ে ইয়েন সি বলেছেন তিনি তার মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি সব কিছু ফিরিয়ে দেবেন একটি সম্মানজনক ইন্সটিটিউটের মাধ্যমে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ