Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি আদর্শ নই -জায়রা ওয়াসিম

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


জায়রা ওয়াসিম দুটি বড় ফিল্মে অভিনয় করেছেন আর এর একটির জন্য মাত্র ১৬ বছর বয়সেই তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে ফেলেছেন। কিন্তু কাশ্মীরী এক কিশোর বয়সী অভিনেত্রী চান না তাকে কেউ আদর্শ হিসেবে বিবেচনা করুক, তিনি বরং আশা করেন তার ভক্তরা নিজেরাই নিজেদের পথ সৃষ্টি করবে।
আমির খানের ‘দাঙ্গাল’ ফিল্মে জায়রা কিশোরী গীতা ফোগাতের ভূমিকায় অভিনয় করে নিতেশ তিওয়ারি পরিচালিত জীবনী চলচ্চিত্রটির জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন।
জায়রা বলেন, “আমি সবাইকে বলতে চাই আমাকে অনুসরণ করবেন না। আমার ওপর এখন সেই দায়িত্ব নেই। আমি আপনাদের এখন তা করতে বলছি না। আমাকে মনে রেখে এমন করবেন না, নিজেকেই অনুসরণ করুন, নিজের পথ সৃষ্টি করুন, নিজেই তৈরি করুন, নিজেই উদ্ভাবন করুন। এমন কিছু কেন করবেন যা অন্য কেউ করছে?”
জায়রা এখন তার আগামী চলচ্চিত্র ‘সিক্রেট সুপারস্টার’-এর মুক্তির অপেক্ষায় আছেন। আমির খান প্রডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটির কাহিনীকার ও পরিচালক আদবাইত চন্দন। ফিল্মটিতে আমির খান নিজেও অভিনয় করেছেন। পুর্ণাঙ্গ ফিকশন ফিল্মটি ১৯ অক্টোবর মুক্তি পাবে।

 



 

Show all comments
  • কামরুল ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৪৬ পিএম says : 0
    ভালো কথা বলেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমি

১৪ জানুয়ারি, ২০২২
৩ ডিসেম্বর, ২০২১
৪ জানুয়ারি, ২০১৯
৩০ সেপ্টেম্বর, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ