Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাখাইনে অভিযান বন্ধ করে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে -মিয়ানমারকে জাতিসংঘ মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪৩ এএম

মিয়ানমার সরকারের উদ্দেশে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান বন্ধ করতে হবে। আর সেখান থেকে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বৈঠকে জাতিসংঘের মহাসচিব এ আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যু নিয়ে আট বছর পর উন্মুক্ত বৈঠক হয় জাতিসংঘে। সেখানে জাতিসংঘের মহাসচিব বলেন, মিয়ানমার সরকারকে তিনটি বিষয় মেনে নিতে হবে। প্রথমত, রোহিঙ্গা গ্রামগুলোতে সেনাবাহিনীর অভিযান বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, মানবিক সহায়তার জন্য আক্রান্ত এলাকাগুলোতে অবাধে প্রবেশের সুযোগ দিতে হবে। তৃতীয়ত, রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ ভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে।

গুতেরেস আরো বলেন, রাখাইনে সহিংসতায় দ্রুততম সময়ে শরণার্থী সংকটের সৃষ্টি করেছে। এর ফলে মানবিক বিপর্যয় নেমে এসেছে। রোহিঙ্গা নারী ও শিশুদের কাছ থেকে নির্যাতনের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানা গেছে।

রোহিঙ্গা ইস্যুতে এ নিয়ে তৃতীয়বারের মতো আলোচনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর আগে ১৩ সেপ্টেম্বর একটি বৈঠক হয়েছিল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ আগস্ট সেনা অভিযান শুরুর পর থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতিদিনই এই শরণার্থীর সংখ্যা বাড়ছে।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে ‘জাতিগত নির্মূলকরণ’ উল্লেখ করে একটি বিবৃতি দেয় জাতিসংঘ।



 

Show all comments
  • জহিরুল ইসলাম ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ৭:৫২ পিএম says : 0
    নিরাপত্তা পরিষধে অধিকাংশের একমতের ভিক্ততে সিন্ধান্ত কার্যকর করার বিধান থাকা প্রয়োজন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ মহাসচিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ