মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মস্কো ও কিয়েভ যাওয়ার আগে তুরস্ক সফর করবেন। রোববার জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, গুতেরেস সোমবার রাজধানী আঙ্কারা যাবেন, যেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দেখা করবেন। খবর বিবিসির।
বিবৃতিতে আরও বলা হয়েছে, পরে তিনি মস্কো যাবেন, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ‘ওয়ার্কিং লাঞ্চ’ করবেন।
বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন গুতেরেস। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সাথে বৈঠক করবেন।
এদিকে জাতিসংঘ মহাসচিবের আগে রাশিয়া যাওয়ার সিদ্ধান্তকে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। গুতেরেসের এই সিদ্ধান্তকে ভুল ও অযৌক্তি বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।