মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী মঙ্গলবার রাশিয়া সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জাতিসংঘ প্রধানের একজন মুখপাত্র জানিয়েছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানিয়ে বলা হয়, গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
গুতেরেসের সহযোগী মুখপাত্র ইরি কানেকো শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, ইউক্রেনে জরুরিভিত্তিতে শান্তি ফিরিয়ে আনতে কী করা যেতে পারে তা নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।
গুতেরেস ইউক্রেনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যুদ্ধে চার দিনের অর্থোডক্স ইস্টার মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন। যেন সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক নাগরিকরা নিরাপদে সরে যেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।