Inqilab Logo

সোমববার , ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০, ০৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ১১:০৮ এএম

আগামী মঙ্গলবার রাশিয়া সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জাতিসংঘ প্রধানের একজন মুখপাত্র জানিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানিয়ে বলা হয়, গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

গুতেরেসের সহযোগী মুখপাত্র ইরি কানেকো শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, ইউক্রেনে জরুরিভিত্তিতে শান্তি ফিরিয়ে আনতে কী করা যেতে পারে তা নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।

গুতেরেস ইউক্রেনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যুদ্ধে চার দিনের অর্থোডক্স ইস্টার মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন। যেন সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক নাগরিকরা নিরাপদে সরে যেতে পারে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘ মহাসচিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ