Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষ হিসেবে সবাই সম্মানিত -বিএইচ হারুন এমপি

| প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতাঃ ধর্ম সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৌত্রী গ্রæপের সভাপতি বজলুল হক হারুন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ কষ্ট বোঝেন, এজন্য রোহিঙ্গা মুসলমানদের মানবিক কারণে বাংলাদেশে আশ্রয় দিয়েছেন এবং তাদের জান মালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছেন। তিনি গতকাল হিন্দু ধর্মাবলম্বীদের সারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাজাপুর উপজেলা সকল মন্দিরের হিন্দু ধর্মিয় নেতৃবৃন্দ ও পূজারী/ভক্তগনের সাথে মত বিনিময়কালে সমাবেশে কেন্দ্রীয় দূর্গা মন্দির ও মহা শ্বম্বান ঘাট কবিরাজ বাড়ী জেলখানা রোডে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, মানুষ হিসেবে সবাই সম্মানিত। এজন্যই প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলেন, আপনারা সংখালঘু মনে করবেননা। আপনারা অধিকার নিয়ে স্বাধীন ভাবে বেঁচে থাকবেন। রাজাপুর উপজেলা পূজা উদজাপন কমিটির সভাপতি, চিত্ত রঞ্জন মজুমদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনির, ঝালকাঠি জেলা হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র শেখর হালদার, আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাষ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজ প্রমূখ। সন্ধ্যা সারে ৬ টায় রাজাপুর উপজেলা অডিটরিয়ামে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগদান এবং তরুনলীগ রাজাপুর উপজেলা শাখা আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ