বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের বকেয়া পিএফ ও গ্রাচ্যুইটিসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছে অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় প্লাটিনাম গেট এলাকার কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিআইডিসি রোড প্রদক্ষিণ শেষে নতুন রাস্তা মোড়ে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
সভায় আগামী ৩ অক্টোবর সিবিএ’র সাথে বৈঠক, ১০ অক্টোবর রাষ্ট্রায়ত্ব নয় পাটকলে একযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের চার দফা দাবি আদায়ের লিয়াজোঁ কমিটির আহŸায়ক সৈয়দ আরব আলী। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী অবসরগ্রহণের পর ৩০ কর্মদিবসের মধ্যে সবার ন্যায্য পাওনা পরিশোধের কথা রয়েছে। অথচ দীর্ঘদিনেও তা পরিশোধ করা হচ্ছে না। খুলনা অঞ্চলের প্রায় তিন হাজার অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কর্মকর্তার পিএফ, গ্রাচ্যুইটি, বীমার টাকাসহ বিভিন্ন পাওনা রয়েছে। তবে মন্ত্রণালয় ও বিজেএমসি অবসরপ্রাপ্ত শ্রমিকদের এসব বকেয়া পাওনা পরিশোধ করছে না। ফলে অর্থাভাবে অবসরপ্রাপ্তরা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন-যাপন করছেন। তিনি অবিলম্বে অবসরপ্রাপ্তদের পাওনা পরিশোধের জোর দাবি জানান।
সভায় বক্তৃতা করেন- প্লাটিনাম জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী ওয়াদুদ আলী, ক্রিসেন্ট জুটমিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুটমিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুটমিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুটমিলের মোঃ মোজাম্মেল হক, আব্দুল মজিদ, কার্পেটিং জুটমিলের শ্রমিক আহাদ আলী, জেজেআই জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক ইকবাল হোসেন ও রফিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।