Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইড্রোজেন বোমা পরীক্ষার চিন্তা-ভাবনা : ‘উন্মাদ’ ট্রাম্পকে চরম মূল্য দিতে হবে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 ডোনাল্ড ট্রাম্পকে উন্মাদ বলে মন্তব্যকারী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মনে করেন, পরমাণু অস্ত্র উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ না করে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সর্বশেষ ভাষণের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চরম মূল্য দিতে হবে বলেও হুমকি দিয়েছেন কিম। গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্পের কাছ থেকে তার ভাষণের চরম মূল্য আদায় করতে উত্তর কোরিয়া নিজের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এর কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। অগ্নিকুÐ বর্ষণের মাধ্যমে আমি নিশ্চিতভাবে এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের মানসিক বিকারগ্রস্ত এই বৃদ্ধকে আমার হাতের মুঠোয় আনব। বেশিরভাগ সময়ই লোকচক্ষুর আড়ালে থাকা কিমের বিবৃতিটি কেসিএনএ ইংরেজিতে প্রকাশ করা হয়। অপরদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা চিন্তা-ভাবনা করছে উত্তর কোরিয়া। নিউইয়র্কে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার জন্য গত বৃহস্পতিবার নিউইয়র্কে যান তিনি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স¤প্রতি তার দেশের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রেক্ষাপটে হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে। অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কি জং-উন নিবেন বলেও জানান তিনি। যদি সত্যিই এমন পরীক্ষা চালানো হয় তা হলে এই প্রথম নিজ সীমান্তের বাইরে পরমাণু বোমার পরীক্ষা করবে পিয়ংইয়ং। চলতি মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া একটি পরমাণু বোমার পরীক্ষা করেছে। দেশটির পরমাণু পরীক্ষা কেন্দ্র পাংগি-রিতে এ পরীক্ষা চালানো হয়েছিল। এদিকে,পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রকল্পকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির শিশুদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। জেনেভায় জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটির এক শুনানিতে একথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হান তায়ে সং। নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ওই জাতিসংঘ কমিটি উত্তর কোরিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে দেশটিতে বাধ্যতামূলক শিশুশ্রম, শিশু যৌন নিপীড়নসহ শিশু পাচারের অভিযোগ করেছে। তাছাড়া, শিশুদের জন্য পিয়ংইয়ংয়ের স্বাস্থ্য ও শিক্ষা বাজেট এবং ইন্টারনেট সেবা দেওয়ার ওপর নিয়ন্ত্রণ নিয়েও কমিটি অভিযোগ করেছে। তবে এসব অভিযোগ কল্পিত ধারণা বলে উড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হান। কিম বলেন, ট্রাম্পের মন্তব্য আমাকে আতঙ্কিত করা বা থামানোর পরিবর্তে আমাকে এটা বুঝিয়েছে যে, আমি সঠিক পথই বেছে নিয়েছি এবং শেষ পর্যন্ত আমাকে এই একটি মাত্র পথেই চলতে হবে। সারা বিশ্বের চোখের সামনে ট্রাম্প আমাদের অস্তিত্ব অস্বীকার করে এবং আমাকে ও আমার দেশকে বিচ্ছিন্ন করে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করভাবে একটি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। গত মঙ্গলবার জাতিসংঘে দেওয়া নিজের প্রথম ভাষণে ট্রাম্প বলেছিলেন, যদি আমেরিকাকে নিজেদের সুরক্ষায় ব্যবস্থা গ্রহণে বাধ্য করা হয় তবে তারা উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তিনি কিমকে আত্মঘাতী মিশনে থাকা রকেট ম্যান বলেও ব্যঙ্গ করেন। ট্রাম্পের দেওয়া ভাষণকে কুকুরের ঘেউ ঘেউ বলে মন্তব্য করেছেন বর্তমানে নিউইয়র্কে অবস্থান করা উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। গত কয়েক মাসে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র ক্রমাগত একে অপরকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া উদ্বেগজনক হারে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার হারও বাড়িয়ে দিয়েছে। এছাড়া এ মাসের শুরুতে নিজেদের ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালায় বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন দেশটি। বিবিসি, রয়টার্স।



 

Show all comments
  • তানবীর ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ৩:০৩ পিএম says : 0
    কেউ কারো চেয়ে কম নয়।
    Total Reply(0) Reply
  • ফোরকান ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ৩:০৪ পিএম says : 0
    একেবারে মিথা কথ্যাও বলেন নাই!
    Total Reply(0) Reply
  • বারী ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ৭:৪৮ পিএম says : 0
    ট্রাম্প মনে হয় আমেরিকার বড় সম্মানবোধহীন প্রেসিডেন্ট। আত্তস্মানবোধ তাকে ওবামার কাছ থেকেই জানা দরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ