মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অজ্ঞাতবাস কাটিয়ে ফিরে আসার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। এবার আরও একটি বিতর্কিত নির্দেশ ঘোষণা করেছেন তিনি। কিশোর কিশোরীদের যৌনতায় ‘নিষেধাজ্ঞা’ জারি করে তা ‘দেশদ্রোহিতা’ বলে ঘোষণা করলেন কিম।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যৌনতা আইনত নিষিদ্ধ উত্তর কোরিয়ায়। তবু আইন অমান্য করে যৌনতায় মেতে ওঠে হাইস্কুলের শিক্ষার্থীরা। সম্প্রতি এই তথ্য জানতে পেরেই রেগে গিয়েছেন কিম জং উন। নাবালকদের যৌনতার জন্য ‘পশ্চিমী সাম্রাজ্যবাদ’কেই দায়ী করেছেন তিনি। নিজের দেশে এই ধরনের যৌনতা বন্ধ করতেই পুরনো আইনকেই আরও কঠোর করলেন উত্তর কোরিয়ার শাসক।
এমনকী স্কুলগুলোকে শিক্ষার্থীদের ফোন বা অন্য যোগাযোগ মাধ্যমের উপরে নজরদারির নির্দেশেও দেয়া হয়েছে। সেই মতো ‘রেড ফ্ল্যাগ’ অ্যাপ বানানো হয়েছে সরকারি উদ্যোগে। কার্যত জোর করেই শিক্ষার্থীদের ফোন বা ল্যাপটপে এই অ্যাপ ইনস্টল করতে নির্দেশ দেয়া হয়েছে স্কুলগুলোকে। এই অ্যাপের মাধ্যমে পর্ন জাতীয় কোনও সাইটে ইউজার গেলেই, তা রেকর্ড হয়ে যায় এবং স্ক্রিনশট উঠে যায়। আরও জানা গেছে, যে স্কুলের শিক্ষার্তীরা যৌনতায় সময় ধরা পড়বে, সেই স্কুলের শিক্ষক ও তাদের অভিভাবকের বিরুদ্ধেও কিমের নির্দেশে ব্যবস্থা নেবে প্রশাসন। সূত্র: নিউজ উইক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।