Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনকে মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

| প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ কিশোর দল। ‘ই’ গ্রæপের এ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইয়েমেন অনুর্ধ্ব-১৬ দল। কাতারের রাজধানী দোহার গ্রান্ড হামিদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পৌনে আটটায় শুরু হবে ম্যাচটি। যদিও গত পরশু (বুধবার) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু আরব আমিরাত টুর্নামেন্ট থেকে হঠাৎ নাম প্রত্যাহার করে নেয়ায় অনুষ্ঠিত হয়নি নেই ম্যাচটি। তবে ইয়েমেনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল কঠোর অনুশীলন করেছে লাল-সবুজরা।
এএফসি অধিভ‚ক্ত ৪৫টি দেশ ১০টি গ্রæপে ভাগ হয়ে খেলছে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে। বাংলাদেশের গ্রæপ থেকে ইতোমধ্যে এক দল কমে যাওয়ায় এখন ইয়েমেন ছাড়াও আরো একটি ম্যাচ রয়েছে তাদের। স্বাগতিক কাতারের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে আগামী ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ মাঠে না নামলেও এই গ্রæপ থেকে ইতোমধ্যে ইয়েমেন ও কাতার মাঠে নেমেছে। কাতারের বিপক্ষে একচেটিয়া খেলে ৬-১ গোলের বড় জয় পেয়েছে ইয়েমেন।
আজকের ম্যাচকে সামনে রেখে কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেন,‘ ইয়েমেনের বিপক্ষে প্রতিদ্ব›দ্বীপূর্ণ ম্যাচ খেলবে আমার দল। ম্যাচকে সামনে রেখে আজ (গতকাল) দোহা স্টেডিয়ামে আমরা দেড় ঘণ্টা অনুশীলন করেছি। দলের সবাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত আছে। গতকাল (পরশু) আমরা মাঠে বসে ইয়েমেন-কাতারের ম্যাচটি দেখেছি। ইয়েমেন শক্তিশালী দল। তবে তাদের খেলা দেখে আমরা দলটির শক্তিশালী এবং দুর্বল দিকগুলো খুঁজে বের করেছি।’ ইয়েমেনের এই দলের বিপক্ষে খেলার পূর্ব অভিজ্ঞতা নেই বাংলার কিশোরদের। এমন অজানা প্রতিপক্ষের বিপক্ষে পূর্বে না খেলেও আতœবিশ্বাসের সুরেই ভালো খেলার কথা বলেন বাংলাদেশ কোচ। অধিনায়ক ইয়াসিন আরাফাত বলেন, ‘ইয়েমেনের বিপক্ষে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। ইয়েমেন-কাতার ম্যাচটি আমরা দেখেছি। ম্যাচটি দেখে ইয়েমেন সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হয়েছে। আগামীকাল (আজ) আমরা আমাদের কোচের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করে দেশের জন্য ভালো একটা রেজাল্ট বয়ে আনার চেষ্টা করব। আমরা দেশবাসীর দোয়া চাই।’

 



 

Show all comments
  • আবদুর রাজ্জাক ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৮ পিএম says : 0
    অনেক অনেক শুভ কামনা রইলো টাইগারদের জন্য
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ