Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৮০ হাজার বস্তা চাল জব্দ

গুদাম সিলগালা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নগরীর সাগরিকায় একটি চালের গুদামে অভিযান চালিয়ে ৮০ হাজার বস্তা চাল (৪ হাজার মেট্রিক টন) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (বৃহস্পতিবার) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী এ অভিযান পরিচালনা করেন। আইন ভেঙে চাল মজুদ রাখায় গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
চালের দামের লাগাম টানতে গত কয়েকদিন ধরে নগরীর চালের আড়ত ও গুদামে অভিযান চালিয়ে আসছে ভ্রাম্যমান আদালত। তার অংশ হিসাবে ব্যবসায়ী আবুল বশর চৌধুরীর মালিকানাধীন মাসুদ অ্যান্ড ব্রাদাসের্র ওই গুদামে হানা দেয় আদালত। অভিযানে দেখা যায় ওই গুদামে এক মাস ৯ দিন ধরে এত বিপুল পরিমাণ চাল মজুদ করে রাখা হয়েছে। এক মাসের বেশি সময় মজুদ করে রাখায় গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী। এ অপরাধে গুদামের ম্যানেজার মো: তাহেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সিলগালার বিষয়টি স্বীকার করেন গুদামের মালিক ব্যবসায়ী আবুল বশর চৌধুরী। এর আগে নগরীর চাক্তাই, পাহাড়তলী ও সদরঘাটে চালের গুদাম ও আড়তে অভিযান চালায় আদালত। অভিযানে কয়েকজন ব্যবসায়ীকে জেল জরিমানা ও অর্থদন্ড দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ