Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রকেটম্যান-কুকুরের ঘেউ ঘেউ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার আস্ফালন নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রকেটম্যান হিসেবে বর্ণনা করে সে দেশকে নিশ্চিহ্ন করে দেবার যে হুমকি দিয়েছিলেন, তার জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো ট্রাম্পকে বার্কিং ডগ হিসেবে উল্লেখ করে তাচ্ছিল্য দেখালেন। তিনি বলেন, ট্রাম্প যদি মনে করে থাকেন যে, কুকুরের মতো ঘেউ ঘেউ করে তিনি আমাদের অবাক করে দেবেন, তাহলে তিনি অবশ্যই স্বপ্ন দেখছেন। এ পরিস্থিতিতে চীনের উদ্বেগ বেড়ে চলেছে। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি প্রতিদিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। একে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেয়া যায় না। তিনি আবার সব পক্ষের উদ্দেশ্যে সংযমের ডাক দিয়েছেন। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা সরিয়ে ফেলার ডাক দিয়েছেন তিনি। খবরে বলা হয়, কোরীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জার্মানি সক্রিয় ভূমিকা নেবার ইঙ্গিত দিয়েছে। ডয়েচে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল এ ক্ষেত্রে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির দৃষ্টান্তের উল্লেখ করেন। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই চুক্তি বাতিল করার যে ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে জার্মানিসহ একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। ইরান চুক্তি বাতিল হলে একই লক্ষ্যে উত্তর কোরিয়ার আস্থা অর্জন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল। অপর এক খবরে বলা হয়, এর আগে ট্রাম্প কিম জং উনকে আত্মঘাতী মিশনের রকেটমানব বলেছিলেন ট্রাম্প। এর আগে এক টুইটবার্তায়ও তাকে এই নামে ডেকেছিলেন ট্রাম্প। তার এই বক্তব্যকে সমর্থন দিয়েছিলেন মার্কিন নিরাপত্তা পরামর্শক এইচআর ম্যাকমাস্টার। তিনি বলেছেন, কিম জং কে এই নামেই ডাকা উচিত। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইউনহাপ জানিয়েছে, রি বলেছেন তিনি ট্রাম্পের সহযোগীদের কথা ভেবে দুঃখ পান। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপের কারণে রকেটম্যান কিম জং উন আসলে একটা সুইসাইড মিশনে আছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বিভিন্ন জাতিগুলোর মহান পুনরুত্থানের আহŸান জানাচ্ছি। আত্মার পুনরুজ্জীবনের জন্য এবং দেশপ্রেমের জন্যই এটা প্রয়োজন। আমাদের মানবতার শত্রæদের পরাজিত করতে হবে। ডয়চে ভেলে, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ